Wednesday, 15 August 2018

শ্রীল গুরুদেবের জন্য প্রার্থনা



ওহে গোরহরি,         তব পদে ধরি,
         মিনতি করিয়ে এই ।
প্রাণপ্রিয় মোর,         শ্রীল গুরুদেব,
         তব নিজ-জন সেই ।।১।।
তব শুদ্ধভক্ত,      সদা অনুরক্ত,
         যাহা ইচ্ছা কর তুমি ।
ঈশ্বর স্বতন্ত্র,  তব ইচ্ছা শক্ত,
        কিরূপে বুঝিব আমি ।।২।।
তব-জন সহ,        তব-লীলা যত,
        বুঝিতে শকতি কার ।
দেব-ঋষি সবে,         মুগ্ধ সে বৈভবে,
        আমি আর কোন্‌ ছার ।।৩।।
সে মহান আচার্য,       প্রভুদত্ত কার্য,
        অদ্যপি নহে ত শেষ ।
তব ইচ্ছা হলে,         রাখ শক্তিবলে,
        করুণাময় অশেষ ।।৪।।
গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয়গণ
কৃপাপ্রার্থী,
পদ্মমুখ নিমাই দাস

No comments:

Post a Comment