Friday, 17 August 2018

গৌরহরির প্রতি কৃতজ্ঞতা এবং পুনঃ প্রার্থনা



ওহে গৌরহরি,           পুনঃ পদে পড়ি,
জানাই যে সাধুবাদ ।
রাখিল আমার          শ্রীগুরু, তোমার,
অজেয় আশির্বাদ ।।১।।
হেন অদভূত,             কার্য তোমার,
আবারো দেখালে তুমি ।
তব ভকতির,             শ্রেষ্ঠতা আরও,
পুনঃস্থাপিলে স্বামী ।।২।।
তব বহির্মুখ,              বিষয়ে উন্মুখ,
অবিশ্বাসী যত লোক ।
দেখি এ অদ্ভুত,          অবিশ্বাসের ভূত,
তাদের বিনাশ হোক ।।৩।।
কে জানে তোমার,              মনের বাসনা,
হয়ত আবারও হয় ।
গুরুদেব আমার,        করিবেন আবার,
পূরবের ন্যায় জয় ।।৪।।
ঝম্প হাতে,               পাগড়ি মাথে,
নৃত্য রথের আগে ।
পুনঃ সে দৃশ্য,            দেখিবে বিশ্ব,
যদিবা থাকয়ে ভাগে ।।৫।।
কৃষ্ণভাবনার,            বায়ু যে আবার,
বহিবে জগৎময় ।
সেই বায়ুতে,             জয়ের পতাকা,
ঘুষিবে তোমারি জয় ।।৬।।
গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয়গণ কৃপাপ্রার্থী,
পদ্মমুখ নিমাই দাস

No comments:

Post a Comment