Tuesday, 21 August 2018

শ্রীল প্রভুপাদের ব্যাস-পূজা ২০১৮ শ্রদ্ধাঞ্জলী

Related image
আজ অবকাশ,                    তোমার সকাশ,
প্রকাশিব সব কথা ।
শুন প্রভুপাদ,           মম অধঃপাত,
দুর্ভাগ্য-দুঃখের গাঁথা ।।১।।
অন্তরে প্রতিষ্ঠা,                   বাহিরেতে নিষ্ঠা,
কপট-লম্পট আমি ।
সদা সার্থপর,             কলির কিঙ্কর,
সকলি জানয়ে তুমি ।।২।।
মনে সদা কাম,                    বাহ্যে সাধু ভাণ,
কুটিলতায় অদ্বিতীয় ।
সাধু বলে হায়,                     ভাবে-সব আমায়,
তোমার ত সব জ্ঞেয় ।।৩।।
এমত অবস্থা,           করহ ব্যবস্থা,
প্রভুপাদ দয়াময় ।
তুমি ছাড়া আর,                  আমার উদ্ধার,
কদাপি সম্ভব নয় ।।৪।।
তব দিব্য বাণী,          যথাযথ জানি,
বিচারিতে দেহ শক্তি
প্রকৃষ্ট-আচার,            সুদৃঢ়-প্রচার,
দেহ তবানুগ ভক্তি ।।৫।।
তব মনোভাব,           আমার স্বভাব,
হয় যেন অনুক্ষণ ।
উদ্দেশ্য-তোমার,                 অভিষ্ট-আমার,
পদ্মমুখের নিবেদন ।।৬।।
শ্রীল প্রভুপাদ-পাদপদ্ম-পরাগ প্রার্থী
পদ্মমুখ নিমাই দাস ।


Friday, 17 August 2018

গৌরহরির প্রতি কৃতজ্ঞতা এবং পুনঃ প্রার্থনা



ওহে গৌরহরি,           পুনঃ পদে পড়ি,
জানাই যে সাধুবাদ ।
রাখিল আমার          শ্রীগুরু, তোমার,
অজেয় আশির্বাদ ।।১।।
হেন অদভূত,             কার্য তোমার,
আবারো দেখালে তুমি ।
তব ভকতির,             শ্রেষ্ঠতা আরও,
পুনঃস্থাপিলে স্বামী ।।২।।
তব বহির্মুখ,              বিষয়ে উন্মুখ,
অবিশ্বাসী যত লোক ।
দেখি এ অদ্ভুত,          অবিশ্বাসের ভূত,
তাদের বিনাশ হোক ।।৩।।
কে জানে তোমার,              মনের বাসনা,
হয়ত আবারও হয় ।
গুরুদেব আমার,        করিবেন আবার,
পূরবের ন্যায় জয় ।।৪।।
ঝম্প হাতে,               পাগড়ি মাথে,
নৃত্য রথের আগে ।
পুনঃ সে দৃশ্য,            দেখিবে বিশ্ব,
যদিবা থাকয়ে ভাগে ।।৫।।
কৃষ্ণভাবনার,            বায়ু যে আবার,
বহিবে জগৎময় ।
সেই বায়ুতে,             জয়ের পতাকা,
ঘুষিবে তোমারি জয় ।।৬।।
গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয়গণ কৃপাপ্রার্থী,
পদ্মমুখ নিমাই দাস

Wednesday, 15 August 2018

শ্রীল গুরুদেবের জন্য প্রার্থনা



ওহে গোরহরি,         তব পদে ধরি,
         মিনতি করিয়ে এই ।
প্রাণপ্রিয় মোর,         শ্রীল গুরুদেব,
         তব নিজ-জন সেই ।।১।।
তব শুদ্ধভক্ত,      সদা অনুরক্ত,
         যাহা ইচ্ছা কর তুমি ।
ঈশ্বর স্বতন্ত্র,  তব ইচ্ছা শক্ত,
        কিরূপে বুঝিব আমি ।।২।।
তব-জন সহ,        তব-লীলা যত,
        বুঝিতে শকতি কার ।
দেব-ঋষি সবে,         মুগ্ধ সে বৈভবে,
        আমি আর কোন্‌ ছার ।।৩।।
সে মহান আচার্য,       প্রভুদত্ত কার্য,
        অদ্যপি নহে ত শেষ ।
তব ইচ্ছা হলে,         রাখ শক্তিবলে,
        করুণাময় অশেষ ।।৪।।
গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয়গণ
কৃপাপ্রার্থী,
পদ্মমুখ নিমাই দাস