আজ অবকাশ, তোমার সকাশ,
প্রকাশিব সব কথা ।
শুন প্রভুপাদ, মম অধঃপাত,
দুর্ভাগ্য-দুঃখের গাঁথা ।।১।।
অন্তরে প্রতিষ্ঠা, বাহিরেতে
নিষ্ঠা,
কপট-লম্পট আমি ।
সদা সার্থপর, কলির কিঙ্কর,
সকলি জানয়ে তুমি ।।২।।
মনে সদা কাম, বাহ্যে সাধু
ভাণ,
কুটিলতায় অদ্বিতীয় ।
সাধু বলে হায়, ভাবে-সব আমায়,
তোমার ত সব জ্ঞেয় ।।৩।।
এমত অবস্থা, করহ ব্যবস্থা,
প্রভুপাদ দয়াময় ।
তুমি ছাড়া আর, আমার উদ্ধার,
কদাপি সম্ভব নয় ।।৪।।
তব দিব্য বাণী, যথাযথ জানি,
বিচারিতে দেহ শক্তি ।
প্রকৃষ্ট-আচার, সুদৃঢ়-প্রচার,
দেহ তবানুগ ভক্তি ।।৫।।
তব মনোভাব, আমার স্বভাব,
হয় যেন অনুক্ষণ ।
উদ্দেশ্য-তোমার, অভিষ্ট-আমার,
পদ্মমুখের নিবেদন ।।৬।।
শ্রীল প্রভুপাদ-পাদপদ্ম-পরাগ প্রার্থী
পদ্মমুখ নিমাই দাস ।