শ্রীল প্রভুপাদ পদে করি বারংবার ।
সহস্র অযুত লক্ষ্য কোটি নমস্কার ।।
তব আবির্ভাব তিথির পুনঃ আবির্ভাব ।
কিরূপে জানাব মোর নিকৃষ্ট স্বভাব ।।
জড়বদ্ধ-মায়ামুগ্ধ-ক্লেশক্লিষ্ট আমি ।
বাহিরে বিরক্তভাব হৃদে সদা কামী ।।
কত-শত-কোটি জীবের অজ্ঞান-অন্ধকার ।
তবকথার তরবারি করেছে ছারখার ।।
কিন্তু আমি পাপী ছার জগতে বিশেষ ।
অত কথা শুনিয়াও নাহি ভাবলেশ ।।
তুমি কত যত্ন করি বোঝাও বারেবার ।
আমি তত নির্লিপ্ত হই থাকি নির্বিকার ।।
তব কথার নাহি দোষ, সঞ্জবনী সুধা ।
ছিদ্রযুক্ত পাত্রে বারি নাহি রহে কদা ।।
সাধনেতে উদাসীন সাধ্যে নাহি রতি ।
শুষ্ক তর্কে টানাটানি সদাই নষ্টমতি ।।
কবে দৃঢ়ব্রত লইয়া করিব আচার ।
বুঝিব বিচার তব বলিষ্ঠ প্রচার ।।
পদ্মমুখ মূর্খ অতি, তোমার পদতলে ।
নির্লজ্জ হইয়া নিজ দুঃখগাঁথা বলে ।।
বিনয়াবনত,
পদ্মমুখ নিমাই দাস
শ্রীধাম মায়াপুর, ১৩ই আগস্ট, ২০২০